বিদ্যার দেবীর আরাধনায় দক্ষিণ সুরমা সরকারি কলেজের সরস্বতী পূজা উদযাপন

উৎসবমূখর পরিবেশে রোববার দক্ষিণ সুরমা সরকারি কলেজের আয়োজনে শেখঘাট সাধুবাবু’র বাড়ি পুজামন্ডবে সরস্বতী পুজা সম্পন্ন হয়েছে।  আবহমান বাংলার জ্ঞান, বিদ্যা সুর ও সংস্কৃতির দেবী শ্রভ্রবসনা বীণাধৃতা পদ্মরাগে রঞ্জিতা রাজহংসবাহনা বিদ্যার দেবীর আরাধনায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানিয়েছেন তারা। সকাল ৭ ঘঠিকায় প্রতিমা স্থাপনের মধ্যদিয়ে শুরু হয়ে , পুজারম্ভ, পুস্পাঞ্জলি অর্পণ, সকাল ১১ টায় প্রসাদ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ … Continue reading বিদ্যার দেবীর আরাধনায় দক্ষিণ সুরমা সরকারি কলেজের সরস্বতী পূজা উদযাপন